শহীদ লিয়াকত সংগীত
গানটি শুনতে ও ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
শহীদ লিয়াকত সংগীত ডাউনলোড লিঙ্ক
ছাড়ি নাই রাজপথ,
ভুলিনি শপথ ।
শহীদি কাফনে ভেজা
ভাই লিয়াকত । (২ বার )
আকাশের তারাগুলো
মিটা মিটি জ্বলে ।
তারি মাঝে শহীদেরা
অজো কথা বলে ।
রক্তের সিঁড়ি বেয়ে,
দেখালে সে পথ ।
শহীদি কাফনে ভেজা
ভাই লিয়াকত ।।
শিক্ষার সাথে যার
সখ্যপ্রীতি ।
সে অমর শহীদিগাঁথা ,
‘লিয়াকত স্মৃতি’ ।
বৃত্তির আলোকে ভরা
শিক্ষাজগৎ ।
মেধাবী ছাত্রনেতা ,
ভাই লিয়াকত ।। ঐ
সুন্নীয়াতের তরে
ত্যাগী যে প্রাণ ।
শিক্ষা বৃত্তি মাঝে
থেকো অম্লান ।
অমর শহীদি মৃত্যু ,
সেরা নিয়ামত । ঐ
উনিশ’শ ছিয়াশির
দশ’ই এপ্রিলে ।
কমার্স কলেজে পিচ
রাঙ্গিয়ে দিলে ।
অকাতরে পিয়ে গেলে ,
শহীদি শহদ । ঐ
আটানব্বই’য়ে হলো
‘স্মৃতি সংসদ’ ।
অমর রাখিতে চাহি ,
খোদায়ী মদদ ।
ত্যাগের মহিমায়
দেখালে যে পথ । ঐ
সেই থেকে হলো আজ
আঠারো বছর ।
স্মরণের আবরণে
রেখেছি অমর ।
সমৃতি বৃত্তিতে বেঁচে
থেকো লিয়াকত ।
ভুলিব না তোমাকে ,
এ সেনানী শপথ ।।
ছাড়ি নাই রাজপথ ,
ভুলিনি শপথ ।
শহীদি কাফনে ভেজা ,
ভাই লিয়াকত ।।।
কথাঃ কে এম নুরুল ইসলাম হুলাইনী