মানবিক সম্মাননা-‘১৭ পেল শহীদ লিয়াকত স্মৃতি সংসদ॥
“শিক্ষা ও সমাজ উন্নয়ন মূলক সংস্থা” শহীদ লিয়াকত স্মৃতি সংসদকে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য “মানবিক সম্মাননা”-‘১৭ দিল আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সংগঠন মানবিক। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পরিচালিত “মানবিক পাঠশালা’র তহবিল সংগ্রহ করার লক্ষ্যে গত ১৩ ও ১৪ ডিসেম্বর চট্রগ্রামের ডিসি হিলে মানবিক কতৃক আয়োজিত “মানবিক উৎসব ও লোকজ মেলা”র সমাপনী দিনের প্রধান অতিথি চট্রগ্রামের মাননীয় মেয়র জনাব আ জ ম নাছির উদ্দীন সংসদের নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট হস্তান্তর করেন॥এই সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, অতিরিক্ত কর কমিশনার বজলুল কবির ভূইয়া, কাউন্সিল শৈবাল দাশ সুমন, মহিলা কাউন্সিলর আনজুমান আরা, বায়োজিদ থানার অসি মুহাম্মদ মহসিন, কবি ও সংগঠক শাওন পান্থ, মানবিকের সভাপতি বশির আহম্মদ প্রমূখ॥