খবরের বিস্তারিত...


চট্রগ্রাম মহানগর বৃত্তি প্রাপ্তাদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন।

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন সুশিক্ষিত জাতিগঠনে মেধা বৃত্তি পরীক্ষার ভূমিকা অপরিসীম শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৬ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অদ্য ২৯ এপ্রিল শনিবার বিকাল ২টায় চট্টগ্রাম মুসলিম হলে সংসদের পরিচালক ইঞ্জিনিয়র মুহাম্মদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন- সুশিক্ষিত জাতিগঠনে মেধা বৃত্তি পরীক্ষার ভূমিকা অপরিসীম। বৃত্তিপরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং প্রতিযোগিতায় টিকে থাকার দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়। উদ্দেশ্যে, শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের পথে উৎসাহিত করা। জ্ঞানার্জনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে নৈতিক চরিত্র ধারণ করতে হবে, থাকতে হবে ন্যায়-নীতিবোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ। সুন্দর চরিত্রের উপর তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই সমাজ থেকে অনাচার, অবিচার, বিশৃংখলা, হানাহানি-দূর হবে। তখন বিনির্মাণ হবে একটি সুন্দর সমাজ। আমরা প্রত্যাশা করি সমাজ জীবনে মূল্যবোধের অবক্ষয় ধারার বিপরীতে সুস্থ ধারা বিকাশের পথ অবশ্যই একদিন উন্মুক্ত হবে, ভেঙ্গে যাবে অন্যায়, অবিচার, পাপাচার ও কুসংস্কারের পঙ্কিল প্রাচীর। জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক মুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের উপকুলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে নিহতদের এবং শহীদ লিয়াকত আলীকে শ্রদ্ধাভরে স্মরণ ও মাগফেরাত কামনা করেন। এবং শহীদ লিযাকত স্মৃতি সংসদের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। সংসদের সচিব মুহাম্মদ আইয়ুব ও মনির উদ্দীনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন- সংসদের প্রধান উপদেষ্টা এডভোকেট এম আবু নাছের তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল¬ামা জয়নুল আবেদীন জুবাইর, জেলা প্রাশাসকের ষ্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট ইসতিয়াক আহমেদ অধ্যক্ষ এস,এম ফরিদ উদ্দীন, অধ্যাপক এইচ এম নুর হোছাইন, ব্যাংকার সালামত উল¬াহ্, মানবিকের বশির আহম্মদ, মুক্তকণ্ঠের জাহাঙ্গীর আলম, এইচ এম মুজিবুল হক শুক্কুর, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, এম মহিউল আলম চৌধুরী, ওয়াহেদ মুরাদ, আলম রাজু, খান এ সবুর। বক্তব্য রাখেন- মুহাম্মদ মুফিজুর রহমান, আব্দুল কাদের, কফিল উদ্দীন রানা, আহসানুল আলম, এস এম আবু সাদেক ছিটু, ইরফান উদ্দীন, গিয়াস উদ্দীন জাহেদ, শাহেদুল আলম মসরুর রহমান, আবুল হাশেম রাশেদ, নাঈম উদ্দীন, প্রমুখ। এবারে সারাদেশে বৃত্তিপ্রাপ্ত ২২১৫ থেকে চট্টগ্রাম মহানগরের ৫২৫ জনকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ক্রেস্ট, সনদ ও প্রাইজবন্ড প্রদান করা হয়। বার্তা প্রেরক- মুহাম্মদ আইয়ুব সচিব শহীদ লিয়াকতম স্মৃতি সংসদ

Comments

comments