শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ২০১৭ সালের বৃক্ষরোপন ও বিনামূল্যে চারাগাছ বিতরণ কর্মসূচী শুরু
শিক্ষা ও সমাজ সংস্কারমূলক সংস্থা “শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কতৃক আয়োজিত বৃক্ষরোপন ও বিনামূল্যে চারাগাছ বিতরণ কর্মসূচী’১৭ এর আনুষ্টানিক উদ্বোধন সূচনা হল আজ ১২ই জুলাই চট্রগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নেছারিয়া আলিয়া মাদ্রাসায় প্রাঙ্গনে ১৯টি বিভিন্ন ফলজ গাছের চারা রোপন এবং সংসদ কতৃক আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৬ এ নেছারিয়া জোনে বৃত্তি প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণের মাধ্যমে।উক্ত কর্মসূচী উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্টানে বক্তারা গাছ লাগানোর পরিবেশগত ও সামাজিক, অর্থনৈতিক গুরুত্ব কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেন এবং দেশের প্রতিটি মানুষকে কমপক্ষে একটি চারা লাগানোর আহব্বান জানান। গাছের চারা লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন সংসদের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেমে দ্বীন, উক্ত মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা জয়নুল আবেদীন জুবাইর মাঃ জিঃ আঃ, প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম নেছারিয়া কামিল(এম,এ) মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী। সংসদের সদস্য সৈয়দ মনির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ড. মুফতি মুহাম্মদ কামাল উদ্দীন আল- আযহারী,মুফতি আল্লামা মুহাম্মদ মোস্তাফা,অধ্যাপক মাওলানা শহীদুর রহমান,প্রফেসর মুহাম্মদ সেলিম ও প্রফেসর মুহাম্মদ মীর্জা মুহসিন লেকচারার জনাব হামিদুল্লাহ পাটোয়ারি, সংসদের উপ-অর্থ সচিব রাশেদুল ইসলাম সহ নেছারিয়া জোন সংশ্লিষ্টরা॥