প্রতি বছরের ধারাবাহিকতায় শিক্ষা ও সমাজ সংস্কার মূলক সংস্থা শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কতৃক “শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে লক্ষ্যে” আয়োজিত ১৯ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৭ আগামী ২৫ ডিসেম্বর’১৭, সোমবার সকাল ১০ হতে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্টিত হবে॥ এই উপলক্ষ্যে গতকাল সংস্থার দামপাড়ার ইমাম ম্যানশন কার্যালয়ে অানুষ্টানিক ভাবে ফর্ম ও প্রসপেক্টাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজীবি এডভোকেট এম আবু নাছের তালুকদার, উপস্থিত ছিলেন সংসদের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ আ মা ম মুবিন, বিশিষ্ট রাজনীতিবিদ এম মহিউল আলম চৌধুরী, সংস্থার সাবেক পরিচালক এম মুফিজুর রহমানসহ সংস্থা কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জোনের সমন্নয়ক ও সচিবগণ ছাড়াও পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক নগরীর বিভিন্ন স্কুল সমূহের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ। আমাদের কেন্দ্রীয় ও জোন অফিস হতে আগ্রহীরা ফর্ম-প্রসপেক্টাসের নির্ধারিত মূল্য ১৩০/- টাকার বিনিময়ে আজ থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। ২০ নভেম্বর’১৭ ফর্ম জমা দানের শেষ দিন॥