খবরের বিস্তারিত...


অক্টো. 05, 2017 সাম্প্রতিক খবর

শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শিক্ষক সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংসদের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সি,টি) জনাব মোঃ হাবিবুর রহমান। উদ্বোধক ছিলেন- আনোয়ারা ১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি ছিলেন সংসদের উপদেষ্টা এডভোকেট এম. আবু নাছের তালুকদার, অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খাঁন, অধ্যাপক আ.মা.ম. মুবিন এবং বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ।
সংবর্ধিত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি-সৈয়দ লকিতুল্লাহ, অধ্যক্ষ মওলানা মুহাম্মদ নুরুল হোসাইন, অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, প্রধান শিক্ষক শাহাদাত হোসাইন, মোহাম্মদ হাসান ইমাম, মুনিরুল হাসান, শওকত আলী, আ.ম.ম. ফারুক হোসাইন, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী, মুহিউদ্দিন তাহেরী প্রমুখ।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন-মানসম্মত শিক্ষা সবার মৌলিক ও মানবিক অধিকার। তাই শিক্ষক, ছাত্র, অভিভাবক বিভিন্ন পেশার মানুষ ও সরকারের মধ্যে ঐক্যগড়ার মধ্য দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সামাজিক কার্যক্রমের জন্য সাধুবাদ জানান। শিক্ষকরা সমাজ রাষ্ট্রের আলোকবর্তিকার মত কাজ করেন।
এতে বক্তব্য রাখেন- সমাজ সেবক ইলিয়াছ খান ইমু, শহীদুল্লাহ, শহীদুল্লাহ সাদা, দোলাল হোসেন, সাবেক পরিচালক মুহাম্মদ মুফিজুর রহমান, আহসানুল আলম, উপ-পরিচালক আবদুল কাদের, কাজী সুলতান আহমদ, উপসচিব মুহাম্মদ ইরফান উদ্দীন, প্রফেসার গিয়াস উদ্দীন জাহেদ, সহ-অর্থ সচিব আবুল হাশেম রাশেদ, সদস্য- শাহেদুল ইসলাম, মুহাম্মদ মুনির উদ্দিন, সালাহ উদ্দীন, ওমর ফারুক সহ বিভিন্ন জোনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

comments