সংবর্ধনা ও বৃত্তি পেল বরুড়া(কুমিল্লা)উপজেলার শিক্ষার্থীরা
গত ১মে’১৮ মঙ্গলবার দুপুর দুই ঘটিকায় কুমিল্লা বরুড়া উপজেলা মিলনায়তনে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা’১৭এ বরুড়া উপজেলায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালয়নায়, মোঃ আরিফুর রহমান সাদ্দাম সভাপত্বিতে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জোন সচিব জনাব আনোয়ার হোসেন সুমন। অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন বিশিষ্ট সাংবাদিক জনাব ইলিয়াছ আহম্মদ, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়্যারমেন জনাব রৌ.কামাল হোসেন,প্রধান মেহমান সংসদের কেন্দ্রীয় কমিটির উপ-পরিচালক জনাব কাজী সুলতান আহম্মদ। প্রধানা বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব সৈয়দ গোলাম হায়দার হাসিব, বিশেষ বক্তা সংসদের কুমিল্লা জেলার উপদেষ্টা জনাব শেখ জুবাইর আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন জনাব মাওঃ খোরশেদ আলম (এম.এ), মাওঃ মুফতি শাহজাহান সিদ্দিকী, মাওঃ জাকির হোসাইন, প্রমুখ। বক্তারা বলেন,শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সারাদেশে আজ অহিংস আন্দোলনের প্রতীক,তাই তাদের আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা আজ সারাদেশ বেসরকারী বৃত্তি পরীক্ষার মডেল, শিক্ষাক্ষেত্রে অনন্য ভূমিকা রাখা একটি অনুকরণীয় প্রতিষ্টান॥
আলোচনা পর্ব শেষে গত ২৫ ডিসেম্বর’১৭ তারিখে অনুষ্টিত ২০তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বরুড়া উপজেলার ৩টি কেন্দ্রে বৃত্তি প্রাপ্ত ৪৯জন কৃত্তি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট,সনদ,ম্যাগাজিন ও প্রাইজবন্ড প্রদান করা হয়॥