বৃত্তি ও সংবর্ধনা পেল হবিগঞ্জ এর কৃতি শিক্ষার্থীরা
শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৭ তে উত্তীর্ণ হবিগঞ্জ জোনের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান গত ৪ আগষ্ট’১৮ শনিবার হবিগন্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সংসদের উপ-পরিচালক প্রভাষক রামীম আহমদের সভাপতিত্বে জেলা সদস্য মহসিন সর্দারের উপস্থাপনায় ডাঃ গিয়াস উদদীন সাহেবের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্টান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-কলেজ পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ট শিক্ষক, সরকারী বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক (উদ্ভিদ বি. বি) জনাব ড. সুভাষ চন্দ্র দেব। আরো উপস্থিত ছিলেন হবিগন্জ আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ- জনাব পার্থ প্রতিম দাশ, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুুরী, মাওঃ মঈনুল ইসলাম চৌধুুরী, চুনারুঘাট উপজেলা সমন্বয়ক মাওলানা আবুল কাশেম আল-আবেদী, মাফুজুর রহমান প্রমুখ।