“শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা” শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০১৯ শনিবার বিকাল ৩ ঘটিকায় শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় দেশব্যাপী অনুষ্ঠিত শহীদ লিযাকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৮ এর চট্টগ্রাম মহানগরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সংসদের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদের প্রদান উপদেষ্টা এডভোকেট এম.আবু নাছের তালুকদার উপরোক্ত মন্তব্য করেন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদের উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারি অধ্যাপক ড. এইচ.এম. নুর হোসাইন।
সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদের উপদেষ্টা, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন, হাকিম মওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব আলহাজ্ব এইচ.এম. মুজিবুল হক শুক্কুর, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি ওসমান ফারুকী, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, কাজী মুহাম্মদ মফিজুর রহমান, ওয়াহেদ মুরাদ, কফিল উদ্দীন, কাজী সুলতান আহমদ, ইরফান উদ্দীন, গিয়াস উদ্দীন জাহেদ, মনির উদ্দীন, মাসরুর রহমান, ওমর ফারুক প্রমুখ।