শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ এর ফরম বিতরণ শুরু
শিক্ষা ও সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ এর ফরম ও প্রসপেকটাস বিতরণ অনুষ্ঠান আজ ২৭ জুলাই ’১৯ খ্রি বিকাল ৫ঘটিকায় সংসদের ইমাম ম্যানশনস্থ কার্যালয়ে উপ-পরিচালক মুহাম্মদ আইয়ুব’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি সংসদের উপদেষ্টা পরিষদ সচিব অধ্যাপক আ.মা.ম মুবিন শিক্ষার্থীর মাঝে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ এর ফরম প্রসপেকটাস বিতরণের মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বর ’১৯ বুধবার সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন।
এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এম. মহিউল আলম চৌধুরী মাওলানা রফিক নেজামী, মাওলানা মমতাজ উদ্দীন হোসাইনী, খ.ম. মোজাম্মেল, মোঃ শহিদুলাহ, রায়হান।
আরো উপস্থিত ছিলেন সংসদের সিনিয়র সদস্য কাজী মুফিজুর রহমান, সাবেক পরিচালক কাজী এম আহসানুল আলম, অর্থ উপ-সচিব রাশেদুল ইসলামসহ সংসদ নেতৃবৃন্দ। সংসদের সচিব মোহাম্মদ ইরফান উদ্দীন সকল জোন সমন্বয় কমিটিকে যথাসময়ে ফরম প্রসপেকটাস সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন।