খবরের বিস্তারিত...


চুনারুঘাটে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

অক্টো. 09, 2019 সাম্প্রতিক খবর

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৮তে চুনারুঘাট উপজেলার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ৭ই অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারে মাওলানা মোহাম্মদ আবুল কাশেম আল আবেদীর সভাপতিত্বে ও শায়ের খন্দকার তৌফিকুল ইসলাম শোয়াইবীর উপস্থাপনায় আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, আওয়ামী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এড. মোহাম্মদ তাজুল ইসলাম, প্রধান বক্তা শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় উপ পরিচালক ও হবিগঞ্জ আলেয়া জাহির কলেজের ইংরেজি প্রভাষক আমিরুল ইসলাম রামীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – রোকন উদদীন,আলামিন সরকার,শারমিন আক্তার,খাইরুন নাহার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ চুনারুঘাট উপজেলার ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ক্রেস্ট,সার্টিফিকেট, ছবি সংবলিত ম্যাগাজিন ও নগদ অর্থ প্রদান করা হয় এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Comments

comments