খবরের বিস্তারিত...


আজ সারাদেশে একযোগে অনুষ্টিত হবে ২১তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা

শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যাবস্থাপনায় আজ ২৫ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ বুধবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত ২১ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হবে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সমাজ সেবামূলক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।
রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় মোট ৭৫ টি কেন্দ্রে ১৭১১০ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করবে। আগামী ১০ ফেব্রুয়ারী ২০২০ খ্রিঃ বিকাল ৪ টায় liakat.org এই ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
এ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক এবং অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সংসদের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফ উদ্দিন ও সচিব মুহাম্মদ ইরফান উদ্দীন।

Comments

comments