ব্যাপক উৎসাহে সারাদেশে অনুষ্টিত হল ২১ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা
শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে
শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় গতকাল ২৫শে ডিসেম্বর ২০১৯খ্রি. রোজ বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত একযোগে দেশব্যাপী সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ২১তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা।
ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানা ও উপজেলায় ৭৫টি কেন্দ্রে ১৭ হাজার ১১০ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সংসদের পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদগণ এ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন সংসদের পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন ও সচিব মোঃ ইরফান উদ্দিন। ইনশাআল্লাহ আগামী ১০ ফেব্রুয়ারী ২০২০ খ্রিঃ বিকাল ৪ টায় www.liakat.org এ ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে॥